Ajker Patrika

গাংনীতে দুই বাড়িতে অগ্নিকাণ্ড

প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩: ৫০
গাংনীতে দুই বাড়িতে অগ্নিকাণ্ড

গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীর করমদী বহল পাড়ায় লাল্টু হোসেন ও কামাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল্টু হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পার্শ্ববর্তী লোকজন জানতে পেরে দ্রুত ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুনে লাল্টুর রান্না ঘর ও গোয়ালঘর পুড়ে যায়। পরে ওই আগুন কামাল হোসেনের রান্না ঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই আগুন গোয়ালঘর থেকে বসত ঘরে লেগে যায় এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পরই বামন্দী ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম মোতালেব জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই পরিবারের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় তাদের  রান্না ঘর, গোয়ালঘর, ধান, চাল, গম পুড়ে ছাই হয়ে গেছে। বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসহাক আলী জানান, উপজেলার তেঁতুলবাড়িয়ার করমদী বহল পাড়ায় আগুন ধরার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত