Ajker Patrika

মহম্মদপুরে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ৫৯
মহম্মদপুরে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলায় তুলশি দাস বৈরাগী (৪৫) নামের এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজার রাধানগর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত তুলশি দাসের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি পদক্ষেপ এনজিওর কমিউনিটি ম্যানেজার ছিলেন। মহম্মদপুরের রাধানগর গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। 

মাগুরা থানার উপপরিদর্শক (এসআই) তারেক জানান, গতকাল বুধবার অফিস শেষ করে তিনি বাসায় ফেরেন। সকালে অফিসে আসতে দেরি হলে তাঁর বাসায় লোক পাঠানো হয়। স্থানীয়রা ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এনজিওকর্মীর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত