খুবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) -এর গ্লোবাল র্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০ তম এবং এশিয়ার র্যাঙ্কিংয়ে ৫০১-৬০০ তম অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়েছে।
এবারের প্রকাশিত গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। মোট ৫টি বিষয়—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে। গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের ক্ষেত্রে অর্জন করেছে যথাক্রমে ১৭ শতাংশ, গবেষণার পরিবেশের ক্ষেত্রে ৯ দশমিক ৫ শতাংশ, গবেষণার মানে ৪৬ দশমিক ৯ শতাংশ, শিল্পে ১৭ দশমিক ১ শতাংশ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৩ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশ, ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫৭: ৪৩, শিক্ষার্থী (এএফটিই) ৬ হাজার ৯৯৭, আইএসআর প্রকাশনার অনুপাত ২৭ শতাংশ।
এবারে বাংলাদেশের মাত্র ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে গ্লোবাল র্যাঙ্কিংয়ে। যার মধ্যে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাবেক পরিচালক ও র্যাঙ্কিং কমিটির তৎকালীন আহ্বায়ক অধ্যাপক ড. মো. মুরসালিন বিল্লাহ বলেন, ‘বিশ্ব র্যাঙ্কিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী এবং আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরবর্তীতে এই র্যাঙ্কিংয়ে আমরা আরও ভালো অবস্থানে যাব।’
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতি দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘পরপর দুই বার গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া সকলের জন্য গর্বের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র্যাঙ্কিংয়ের পাশাপাশি এশিয়ার র্যাঙ্কিংয়েও আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এই অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।’
উল্লেখ্য, এবারের র্যাঙ্কিংয়ে মোট ১০৮টি দেশ ও অঞ্চলের ১৯০৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়ার ৩১টি দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) -এর গ্লোবাল র্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০ তম এবং এশিয়ার র্যাঙ্কিংয়ে ৫০১-৬০০ তম অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়েছে।
এবারের প্রকাশিত গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। মোট ৫টি বিষয়—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে। গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের ক্ষেত্রে অর্জন করেছে যথাক্রমে ১৭ শতাংশ, গবেষণার পরিবেশের ক্ষেত্রে ৯ দশমিক ৫ শতাংশ, গবেষণার মানে ৪৬ দশমিক ৯ শতাংশ, শিল্পে ১৭ দশমিক ১ শতাংশ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪৩ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশ, ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫৭: ৪৩, শিক্ষার্থী (এএফটিই) ৬ হাজার ৯৯৭, আইএসআর প্রকাশনার অনুপাত ২৭ শতাংশ।
এবারে বাংলাদেশের মাত্র ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে গ্লোবাল র্যাঙ্কিংয়ে। যার মধ্যে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাবেক পরিচালক ও র্যাঙ্কিং কমিটির তৎকালীন আহ্বায়ক অধ্যাপক ড. মো. মুরসালিন বিল্লাহ বলেন, ‘বিশ্ব র্যাঙ্কিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী এবং আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরবর্তীতে এই র্যাঙ্কিংয়ে আমরা আরও ভালো অবস্থানে যাব।’
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতি দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘পরপর দুই বার গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া সকলের জন্য গর্বের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র্যাঙ্কিংয়ের পাশাপাশি এশিয়ার র্যাঙ্কিংয়েও আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এই অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।’
উল্লেখ্য, এবারের র্যাঙ্কিংয়ে মোট ১০৮টি দেশ ও অঞ্চলের ১৯০৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়ার ৩১টি দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে