পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।
ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।
ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
চট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ে নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেনেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার ভোররাত পৌনে ৫টার দিকে জেলা সদরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
১৮ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
৩৩ মিনিট আগে