মুজিবুর রহমান, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
মাঠের পর মাঠ ধানখেত গ্রামবাংলার অতি পরিচিত এক দৃশ্য। স্বাভাবিকভাবেই কৃষকের বাড়িতে ওঠে নতুন ধানও। কিন্তু খুব কম বাড়িতেই এখন আছে ধান মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলা। সারা দেশের মতো সাতক্ষীরার পাটকেলঘাটার চিত্রও একই। অথচ একসময় গ্রামবাংলার মানুষের সমৃদ্ধির প্রতীক ছিল এই ধানের গোলা।
পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ মোড়ল (৪০) বলেন, ‘আমাদের বাড়িতে ধানের গোলা শুধু স্মৃতিচিহ্ন হিসেবেই আছে। গোলা থাকলেও ধান গোলায় রাখার সময় হয় না। ধান ওঠার সঙ্গে সঙ্গে দেনা শোধের তাগিদে বাজারে বিক্রি করা হয়। একসময় সমাজের নেতৃত্ব নির্ভর করত কার কয়টি ধানের গোলা আছে সেই হিসাব কষে। কন্যা পাত্রস্থ করতেও বরপক্ষের বাড়ি থেকে ধানের গোলার খবর নিত কনেপক্ষের লোকজন, যা এখন শুধু কল্পনায় ভাবা যায়।’
গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ, বেত ও কঞ্চি দিয়ে প্রথমে গোল আকৃতির কাঠামো তৈরি করা হতো। কিছু কিছু ক্ষেত্রে বর্গ অথবা আয়তক্ষেত্র আকারে গোলা তৈরি করা হতো। এরপর এর ভেতরে-বাইরে মাটির আস্তরণ লাগানো হতো। গোলায় শুকানো ধানের চাল হতো শক্ত। মাটি থেকে দুই ফুট উঁচুতে বসানো হতো এমন গোলা।
কিন্তু সাম্প্রতিক কালে পাল্টে গেছে গ্রামের চিত্র। ধান আবাদের উপকরণ কিনতেই কৃষকের বিস্তর টাকা ফুরায়। বিক্রির পর কৃষকের ধান চলে যাচ্ছে আড়ত ব্যবসায়ীর দখলে। ইট-বালু-সিমেন্ট দিয়ে পাকা ইমারত গুদামঘরে মজুত করে রাখা হচ্ছে হাজার হাজার টন ধান-চাল। কৃষক অল্প যে ধান নিজের পরিবারের জন্য রাখেন, গোলার পরিবর্তে তার জায়গা হয় বাঁশের তৈরি ক্ষুদ্রাকৃতির ডোলে।
আবার অনেক ক্ষুদ্র কৃষক বস্তা ও ব্যারেল ভর্তি করে রাখছে আউশ, আমন ও বোরো মৌসুমে উৎপাদিত ধান-চাল। ফলে ধানের গোলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এলাকা থেকে। আগামী প্রজন্মের কাছে ধানের গোলা কেবল একটি স্মৃতিতে পরিণত হবে।
পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ আনছার আলী মোড়ল বলেন, ‘এই ধান রাখার গোলাঘর আমার দাদার আমলে তৈরি করা হয়েছিল। আমার বাবাও এসব ব্যবহার করে গেছেন। বাপ-দাদার আমলে আমাদের প্রায় ৫০ বিঘা জমি ছিল, বর্তমানে ভাগ-বাঁটোয়ারা করতে করতে জমির পরিমাণ ১০-১২ বিঘার মধ্যে এসেছে। জমির ধান নিরাপদে রাখতে গোলা বেশ উপকার করে।’
বালিয়াদহ গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মিয়াজান মোল্লা বলেন, ‘আগে অনেক ধান হতো। এখন সেই পরিমাণ হয় না। এখন গোলায় ধান নেই, ইরি ধান উঠলে আবার গোলা ভরে যাবে। গোলায় মজুত রাখলে ধান ভালো থাকে। বেশি দামে বিক্রিও করা যায়।’
আমতলাডাঙ্গা গ্রামের শাহীনুর রহমান (৩৫) বলেন, ‘এখন আর গোলাঘরের তেমন প্রয়োজন হয় না। জমি থেকে কাটার সঙ্গে সঙ্গেই পাইকাররা ধান কিনে নিয়ে যান। শুধু নিজেদের খাওয়ার জন্য যে পরিমাণ চালের প্রয়োজন, সেই পরিমাণ বুঝে ধান বাড়িতে রাখা হয়। গোলায় ধান রাখলে নষ্ট কম হয়, ইঁদুরে নষ্ট করে না। তবে আমাদের ধানের গোলাটি পরিবারের স্মৃতি বহন করে। তাই এটি না ভেঙে এভাবেই রেখে দিয়েছি।’
মাঠের পর মাঠ ধানখেত গ্রামবাংলার অতি পরিচিত এক দৃশ্য। স্বাভাবিকভাবেই কৃষকের বাড়িতে ওঠে নতুন ধানও। কিন্তু খুব কম বাড়িতেই এখন আছে ধান মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলা। সারা দেশের মতো সাতক্ষীরার পাটকেলঘাটার চিত্রও একই। অথচ একসময় গ্রামবাংলার মানুষের সমৃদ্ধির প্রতীক ছিল এই ধানের গোলা।
পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ মোড়ল (৪০) বলেন, ‘আমাদের বাড়িতে ধানের গোলা শুধু স্মৃতিচিহ্ন হিসেবেই আছে। গোলা থাকলেও ধান গোলায় রাখার সময় হয় না। ধান ওঠার সঙ্গে সঙ্গে দেনা শোধের তাগিদে বাজারে বিক্রি করা হয়। একসময় সমাজের নেতৃত্ব নির্ভর করত কার কয়টি ধানের গোলা আছে সেই হিসাব কষে। কন্যা পাত্রস্থ করতেও বরপক্ষের বাড়ি থেকে ধানের গোলার খবর নিত কনেপক্ষের লোকজন, যা এখন শুধু কল্পনায় ভাবা যায়।’
গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ, বেত ও কঞ্চি দিয়ে প্রথমে গোল আকৃতির কাঠামো তৈরি করা হতো। কিছু কিছু ক্ষেত্রে বর্গ অথবা আয়তক্ষেত্র আকারে গোলা তৈরি করা হতো। এরপর এর ভেতরে-বাইরে মাটির আস্তরণ লাগানো হতো। গোলায় শুকানো ধানের চাল হতো শক্ত। মাটি থেকে দুই ফুট উঁচুতে বসানো হতো এমন গোলা।
কিন্তু সাম্প্রতিক কালে পাল্টে গেছে গ্রামের চিত্র। ধান আবাদের উপকরণ কিনতেই কৃষকের বিস্তর টাকা ফুরায়। বিক্রির পর কৃষকের ধান চলে যাচ্ছে আড়ত ব্যবসায়ীর দখলে। ইট-বালু-সিমেন্ট দিয়ে পাকা ইমারত গুদামঘরে মজুত করে রাখা হচ্ছে হাজার হাজার টন ধান-চাল। কৃষক অল্প যে ধান নিজের পরিবারের জন্য রাখেন, গোলার পরিবর্তে তার জায়গা হয় বাঁশের তৈরি ক্ষুদ্রাকৃতির ডোলে।
আবার অনেক ক্ষুদ্র কৃষক বস্তা ও ব্যারেল ভর্তি করে রাখছে আউশ, আমন ও বোরো মৌসুমে উৎপাদিত ধান-চাল। ফলে ধানের গোলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এলাকা থেকে। আগামী প্রজন্মের কাছে ধানের গোলা কেবল একটি স্মৃতিতে পরিণত হবে।
পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ আনছার আলী মোড়ল বলেন, ‘এই ধান রাখার গোলাঘর আমার দাদার আমলে তৈরি করা হয়েছিল। আমার বাবাও এসব ব্যবহার করে গেছেন। বাপ-দাদার আমলে আমাদের প্রায় ৫০ বিঘা জমি ছিল, বর্তমানে ভাগ-বাঁটোয়ারা করতে করতে জমির পরিমাণ ১০-১২ বিঘার মধ্যে এসেছে। জমির ধান নিরাপদে রাখতে গোলা বেশ উপকার করে।’
বালিয়াদহ গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মিয়াজান মোল্লা বলেন, ‘আগে অনেক ধান হতো। এখন সেই পরিমাণ হয় না। এখন গোলায় ধান নেই, ইরি ধান উঠলে আবার গোলা ভরে যাবে। গোলায় মজুত রাখলে ধান ভালো থাকে। বেশি দামে বিক্রিও করা যায়।’
আমতলাডাঙ্গা গ্রামের শাহীনুর রহমান (৩৫) বলেন, ‘এখন আর গোলাঘরের তেমন প্রয়োজন হয় না। জমি থেকে কাটার সঙ্গে সঙ্গেই পাইকাররা ধান কিনে নিয়ে যান। শুধু নিজেদের খাওয়ার জন্য যে পরিমাণ চালের প্রয়োজন, সেই পরিমাণ বুঝে ধান বাড়িতে রাখা হয়। গোলায় ধান রাখলে নষ্ট কম হয়, ইঁদুরে নষ্ট করে না। তবে আমাদের ধানের গোলাটি পরিবারের স্মৃতি বহন করে। তাই এটি না ভেঙে এভাবেই রেখে দিয়েছি।’
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
২৭ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
৩৪ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে