কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে হযরত আলী (৩৩) নামে প্রবাস ফেরত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হযরত উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে। মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ার টটুল সাধুর আমবাগানের একটি গাছের সঙ্গে মাফলারে ঝুলছে হযরতের দেহ। চারদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে।
এ সময় বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে মাসখানেক আগে দেশে ফিরেছে। শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকে না। তেমন যোগাযোগও ছিল না। সকালে খবর পেয়ে এসে দেখি আমবাগানে ছেলের লাশ ঝুলছে। শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
নিহতের ভাই তুষার বলেন, ‘ভাইয়ের শালা নয়ন গত রোববার মোবাইল ফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। আর আজ লাশ পেয়েছি। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
জানা গেছে, ঝিনাইদহ জেলার কন্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সঙ্গে হযরতের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।
কুমারখালী থানার উপপরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে হযরত আলী (৩৩) নামে প্রবাস ফেরত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হযরত উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে। মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ার টটুল সাধুর আমবাগানের একটি গাছের সঙ্গে মাফলারে ঝুলছে হযরতের দেহ। চারদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে।
এ সময় বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে মাসখানেক আগে দেশে ফিরেছে। শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকে না। তেমন যোগাযোগও ছিল না। সকালে খবর পেয়ে এসে দেখি আমবাগানে ছেলের লাশ ঝুলছে। শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
নিহতের ভাই তুষার বলেন, ‘ভাইয়ের শালা নয়ন গত রোববার মোবাইল ফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। আর আজ লাশ পেয়েছি। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
জানা গেছে, ঝিনাইদহ জেলার কন্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সঙ্গে হযরতের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।
কুমারখালী থানার উপপরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
১ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
১ ঘণ্টা আগেময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পুরাকীর্তি সমূহ সুরক্ষার লক্ষ্যে নাগরিক দায়বদ্ধতা থেকে ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার রাতে নগরীর মালগুদাম এলাকায় এক আলোচনার মাধ্যমে ২৮ সদস্য নিয়ে এ কমিটি করা হয়। কমিটিতে ১০ জন সভাপতি মণ্ডলীর সদস্য...
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল...
২ ঘণ্টা আগে