Ajker Patrika

‘মামলার দীর্ঘসূত্রতা পরিহারে ৮ বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে’

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫: ২৭
‘মামলার দীর্ঘসূত্রতা পরিহারে ৮ বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে’

মামলার আধিক্য হ্রাস ও দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে আটটি বিভাগের জন্য মনিটরিং কমিটি গঠন করে আট জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায় সে জন্য প্রধান বিচারপতি কাজ করছেন। পুরোনো মামলাগুলো কেন দ্রুত নিষ্পত্তি হচ্ছে না সেগুলো সমাধানের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সার্কিট হাউসে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমব কথা বলেন তিনি। এর আগে বিচারপতি সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

বিচারপতি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন, কোর্ট যার যে দায়িত্ব সেটি যথাযথ পালন করা হচ্ছে কি না, তা প্রতিটি জেলায় মনিটরিং করা হবে। বিচার বিভাগকেও আধুনিকায়ন করা হচ্ছে। এ ছাড়া মানুষ যদি রায়ের ভাষা সঠিকভাবে বুঝতে না পারে, সে জন্য বাংলায় রায় লেখার জন্য উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। যদিও রেফারেন্স ও আইনগুলো ইংরেজিতে আছে, সেগুলো বাংলায় রূপান্তরিত করা হচ্ছে। 

আলোচনার সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, যুগ্ম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, এইচ এম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান ও লিঙ্কন বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত