Ajker Patrika

ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ পিকআপ জব্দ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২: ৫৪
ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ পিকআপ জব্দ

বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে দুই বস্তায় ১৮ কেজি গাঁজা জব্দ করেছে ফকিরহাট মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে পার্কিং করা পিকআপ ভ্যানে মাছের ড্রামে দুটি বস্তায় ওই গাঁজা রাখা হয়েছিল। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ঘটনায় মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।

ফকিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম বলেন, ‘সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল যে, ঢাকা থেকে মাদকের একটা বড় চালান আসবে। এর ভিত্তিতে অভিযান শুরু হয়। সর্বশেষ রাতে কামাল ফিলিং স্টেশনে থাকা পিকআপ ভ্যানকে সন্দেহ হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দুজন পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত