Ajker Patrika

নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৫
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

যশোরের মনিরামপুরে নিউ হানিফ পরিবহনের বাসচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাকা আলী বিশ্বাসের ছেলে। পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে তার ট্রান্সফরমারের ব্যবসা রয়েছে। 

এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। তিনি চান্দের কোলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও নিহত সেনাসদস্যর বন্ধু কলেজশিক্ষক মাহমুদুল ইমরান জনান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে এসে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল গফফার। এ সময় বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি পরিবহন তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। পরে আব্দুল গফফারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘সকালে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আব্দুল গফফারকে হাসপাতালে আনেন। জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘সকালে নিউ হানিফ পরিবহনের বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি মনিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আব্দুল গফফারকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা বাস ও চালককে আটক করতে সক্ষম হই। চালক ও বাস থানা হেফাজতে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত