Ajker Patrika

মহম্মদপুরে বাসচাপায় ২ যুবকের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ২৯
মহম্মদপুরে বাসচাপায় ২ যুবকের মৃত্যু

মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।

দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’ 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত