Ajker Patrika

সাতক্ষীরায় মঙ্গলবারের রেকর্ড ভেঙে বুধবার সর্বোচ্চ শনাক্ত ১০৮ জন

প্রতিনিধি
সাতক্ষীরায় মঙ্গলবারের রেকর্ড ভেঙে বুধবার সর্বোচ্চ শনাক্ত ১০৮ জন

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের রেকর্ড ভেঙে আজ বুধবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শতকরা হার ৫৯ শতাংশ। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৫৫ শতাংশ। আজ বুধবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন। জেলায় করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে।

গত ১ জুন থেকে ৭ দিনে সাতক্ষীরায় মোট ৯৩২ জনের পরীক্ষা করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসাবে ৫১ দশমিক ৩৯ ভাগ। এর পূর্বে মে মাসের ৩১ দিনে সাতক্ষীরা পিসিআর ল্যাবে ১৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসাবে ২২ দশমিক ৫১ ভাগ। এর পূর্বে ২০২০ সালের ২৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এক বছরে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয় ১৩১৩ জন।

এদিকে গত ১ জুন সাতক্ষীরা পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২ জুন ৯৪ জনে পাওয়া যায় ৫০ জন, ৩ জুন ৯৩ জনে পাওয়া যায় ৫০ জন, ৪ জুন ১৮৮ জনে করোনা পজিটিভ হয় ৮৯ জন। ৪ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন কোন নমুনা পরীক্ষা হয়নি। ৬ জুন ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের পজিটিভ পাওয়া যায়। ৭ জুন নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। পজিটিভ পাওয়া যায় ১০৩ জন। সর্বশেষ ৮ জুনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ জুন মাসের ১ তারিখ ছাড়া প্রতিদিনই শনাক্তের হার ছিল ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বর্তমানে ৫১৮জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে লকডাউন সফল করতে জেলাব্যাপী ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে অথবা চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে সকাল ১০টা পর্যন্ত পুলিশি তৎপরতা না থাকায় লোকসমাগম বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলেও ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। পুলিশি তৎপরতা বা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত