যশোর প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
আজ সোমবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের সরকারি কর্মকর্তা, সুধীমণ্ডলী, ছাত্র নেতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাস্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্য এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে।
সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।
সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্ল্যান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে ভূমি সংক্রান্ত সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।
সভায় জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁদের মতামত দেন। তাঁরা যশোর উন্নয়নে ও আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।
এর আগে দুপুরে যশোরের বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লার কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেন উপদেষ্টা। এ ছাড়া তিনি ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালিতে কৃষকদের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ফুলের বাজার সম্প্রসারণ কৃষকদের সমস্যা উত্তরণে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
আজ সোমবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের সরকারি কর্মকর্তা, সুধীমণ্ডলী, ছাত্র নেতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাস্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্য এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে।
সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।
সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্ল্যান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে ভূমি সংক্রান্ত সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।
সভায় জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁদের মতামত দেন। তাঁরা যশোর উন্নয়নে ও আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।
এর আগে দুপুরে যশোরের বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লার কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেন উপদেষ্টা। এ ছাড়া তিনি ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালিতে কৃষকদের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ফুলের বাজার সম্প্রসারণ কৃষকদের সমস্যা উত্তরণে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।
রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’
২১ মিনিট আগেবিক্ষোভকারীরা অভিযোগ করেন, শামীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এসিআই ফুড ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে দেওয়া হবে না। নিহত শামীমের বোন রেশমা বলেন, `আমার ভাইকে যারা মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না।’
২৮ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে...
৩৬ মিনিট আগেরংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর...
১ ঘণ্টা আগে