কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্কসংলগ্ন গড়াই নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
তামিমের মরদেহ শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।
সকাল ১০টা ২৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, গত শনিবার দুপুর থেকে তামিম গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। যেহেতু মরদেহটি পাওয়া গেছে, তাই অভিযান বন্ধ করা হয়েছে।'
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজেদের বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়।
নিহতের চাচা ইদ্রিস আলী বলেন, ‘গতকাল থেকে তামিম নদীতে মিসিং ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে, তাই নৌ-পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্কসংলগ্ন গড়াই নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
তামিমের মরদেহ শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।
সকাল ১০টা ২৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, গত শনিবার দুপুর থেকে তামিম গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। যেহেতু মরদেহটি পাওয়া গেছে, তাই অভিযান বন্ধ করা হয়েছে।'
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজেদের বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়।
নিহতের চাচা ইদ্রিস আলী বলেন, ‘গতকাল থেকে তামিম নদীতে মিসিং ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে, তাই নৌ-পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৩ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
৫ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৮ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৩ মিনিট আগে