Ajker Patrika

কুমারখালীতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ০৩
কুমারখালীতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্কসংলগ্ন গড়াই নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তামিমের মরদেহ শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।

সকাল ১০টা ২৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও বলেন, গত শনিবার দুপুর থেকে তামিম গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। যেহেতু মরদেহটি পাওয়া গেছে, তাই অভিযান বন্ধ করা হয়েছে।'

কুমারখালী ইকোপার্ক এলাকা থেকে ভাসমান অবস্থায় শিশু তামিমের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরাফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজেদের বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়।

নিহতের চাচা ইদ্রিস আলী বলেন, ‘গতকাল থেকে তামিম নদীতে মিসিং ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে, তাই নৌ-পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত