Ajker Patrika

নড়াইলে ট্রাকচাপায় যুবক নিহত 

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৪
নড়াইলে ট্রাকচাপায় যুবক নিহত 

নড়াইল সদর উপজেলার দত্তপাড়ায় ট্রাকচাপায় মো. তাজিন হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নড়াইল-লোহাগড়া সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজিন নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাজিন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে জেলার লোহাগড়া উপজেলায় যাচ্ছিলেন। পথে আজ সকাল সাড়ে ৭টার দিকে দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত