Ajker Patrika

পাটকেলঘাটায় পারিবারিক কলহে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় পারিবারিক কলহে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে বিষপানে অমৃতা ঘোষ (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার রাতে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১৮ জুন সে বিষপান করে। 

স্কুলছাত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অনিল মুখার্জি। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

অমৃতা ঘোষ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার কার্তিক ঘোষের মেয়ে। সে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবারের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গত ১৮ জুন পারিবারিক কলহের জেরে বিষপান করে স্কুলছাত্রী অমৃতা ঘোষ। স্বজনেরা তাকে পাটকেলঘাটার বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয় তাকে। গতকাল রোববার সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার। 

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার বিষয়টি দুঃখজনক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত