Ajker Patrika

বেনাপোলে যাত্রীর পায়ুপথ থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৮: ৪৮
বেনাপোলে যাত্রীর পায়ুপথ থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোলে যাত্রীর পায়ুপথ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় স্বর্ণের বার বহন করা ইব্রাহীম ব্যাপারী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। 

আজ সোমবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে ইব্রাহীম ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকায়।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক শায়েক আরেফিন জাহেদী বলেন, নিয়মিত অভিযানের সময় ইব্রাহীমের আচরণ দেখে সন্দেহ হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শরীর স্ক্যান করে তাঁর পায়ুপথ থেকে ৫৮০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের দাম আনুমানিক ৪২ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত