বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ৬৩ কেজি ৫০০ গ্রাম ওজনের এ মাছ দুটি মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন মাছের ক্রেতা মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন।
মাছ দুটি একনজর দেখতে মোংলা মাছ বাজারের উৎসুক লোকজন ভিড় জমায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফারুক নামের এক জেলের জালে এই মাছ দুটি ধরা পড়ে। আজ সকালে সুন্দরবনের দুবলার চরে ডাকে (উন্মুক্ত নিলামে) সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয় মাছ দুটি।
বিক্রি হওয়া মাছ দুটির মধ্যে বড় মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, অপেক্ষাকৃত ছোটটির ওজন ২৭ কেজি। বড়টি বিক্রি হয়েছে ১১ লাখে এবং ছোটটি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা।
এই মূল্যবান মাছ পাওয়া জেলে ফারুক হোসেন বলেন, ‘মৌসুম প্রায় শেষ পর্যায়ে, এত দিনে বড় মাছ না পাওয়ায় মনটা খারাপ ছিল। এই মাছ দুটো পাওয়ায় অনেক লাভ হয়েছে। বিক্রিও করেছি আশানুরূপ দামে।’
মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন বলেন, ‘এই মাছগুলো আমরা চট্টগ্রাম চালান করি। এসব মাছ অনেক ঝুঁকি নিয়ে কিনতে হয়। লাভও হয় অনেক। আশা করি, বেশ লাভ হবে।’
মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, ‘ভোল মাছ এ অঞ্চলে খুবই কম পাওয়ায় যায়। মোংলা পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে আগে দু-একটি পাওয়া যায়। মূলত এ মাছের ফুলকি-প্যাটা ও বালিশের কারণে দাম প্রচুর বেশি। এই মাছের প্যাটা ও বালিশ বিদেশে রপ্তানি হয়। এ দিয়ে নাকি মেডিসিন তৈরি করা হয়।’
আফজান আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও বিরল প্রজাতির দাতিনা ভোল মাছ মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে আসেনি। দুবলার চর থেকে কেনা এ মাছ দুটি চট্টগ্রামে আরও বেশি দামে বিক্রি হবে।’
জাবা ভোল বা সোনা ভোলের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া—এসব দেশে এই মাছের চাহিদা বেশি। এই মাছের ঔষধি গুণ থাকাতেই এর মূল্য এত বেশি।
মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। এরপর দেহের প্রায় প্রতিটি অংশ দিয়েই তৈরি হয় ওষুধ। এই মাছের বায়ু পটকা দিয়ে কিডনির নানা রোগের ওষুধ তৈরি হয় বলে জানা যায়।
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ৬৩ কেজি ৫০০ গ্রাম ওজনের এ মাছ দুটি মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন মাছের ক্রেতা মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন।
মাছ দুটি একনজর দেখতে মোংলা মাছ বাজারের উৎসুক লোকজন ভিড় জমায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফারুক নামের এক জেলের জালে এই মাছ দুটি ধরা পড়ে। আজ সকালে সুন্দরবনের দুবলার চরে ডাকে (উন্মুক্ত নিলামে) সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয় মাছ দুটি।
বিক্রি হওয়া মাছ দুটির মধ্যে বড় মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, অপেক্ষাকৃত ছোটটির ওজন ২৭ কেজি। বড়টি বিক্রি হয়েছে ১১ লাখে এবং ছোটটি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা।
এই মূল্যবান মাছ পাওয়া জেলে ফারুক হোসেন বলেন, ‘মৌসুম প্রায় শেষ পর্যায়ে, এত দিনে বড় মাছ না পাওয়ায় মনটা খারাপ ছিল। এই মাছ দুটো পাওয়ায় অনেক লাভ হয়েছে। বিক্রিও করেছি আশানুরূপ দামে।’
মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন বলেন, ‘এই মাছগুলো আমরা চট্টগ্রাম চালান করি। এসব মাছ অনেক ঝুঁকি নিয়ে কিনতে হয়। লাভও হয় অনেক। আশা করি, বেশ লাভ হবে।’
মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, ‘ভোল মাছ এ অঞ্চলে খুবই কম পাওয়ায় যায়। মোংলা পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে আগে দু-একটি পাওয়া যায়। মূলত এ মাছের ফুলকি-প্যাটা ও বালিশের কারণে দাম প্রচুর বেশি। এই মাছের প্যাটা ও বালিশ বিদেশে রপ্তানি হয়। এ দিয়ে নাকি মেডিসিন তৈরি করা হয়।’
আফজান আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও বিরল প্রজাতির দাতিনা ভোল মাছ মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে আসেনি। দুবলার চর থেকে কেনা এ মাছ দুটি চট্টগ্রামে আরও বেশি দামে বিক্রি হবে।’
জাবা ভোল বা সোনা ভোলের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া—এসব দেশে এই মাছের চাহিদা বেশি। এই মাছের ঔষধি গুণ থাকাতেই এর মূল্য এত বেশি।
মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। এরপর দেহের প্রায় প্রতিটি অংশ দিয়েই তৈরি হয় ওষুধ। এই মাছের বায়ু পটকা দিয়ে কিডনির নানা রোগের ওষুধ তৈরি হয় বলে জানা যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
১ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
১৭ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
৩৫ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে