Ajker Patrika

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ-টিন বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ-টিন বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের বিরুদ্ধে গাছ ও টিন বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি এসব বিক্রি করা হয় বলে অভিযোগসূত্রে জানা গেছে।

স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ, এসব বিক্রির ক্ষেত্রে কোনো রেজল্যুশন বা অনুমোদন নেওয়া হয়নি।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আশরাফ আলী মণ্ডল বলেন, বিদ্যালয়ের দুটি রেইনট্রি কড়ইগাছের ডাল এবং ৯৭টি গ্যালভানাইজড টিন বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বাদশা বলেন, ‘সরকারি কোনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে পরিষ্কার নিয়মনীতি রয়েছে। এখানে তা মানা হয়নি। অভিযোগপত্রে আমিও স্বাক্ষর দিয়েছি।’

অভিযুক্ত প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে, বাজারমূল্য অতিরঞ্জিত বলা হচ্ছে।’

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে নাশকতার প্রমাণ পেলে ‘কঠোর ব্যবস্থা নেবে’ সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত