শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের গ্রেপ্তারের আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। পুলিশবাদী মামলার ভয়ে রাত-দিন আতঙ্কে কাটছে ইউনিয়নটির ৮-১০টি গ্রামের সাধারণ মানুষের জীবন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনকে এজাহারভুক্ত আসামি ও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলার জেরে ইউনিয়নের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। দিনে কারও কারও দেখা মিললেও রাতে ওই সব গ্রামের পুরুষেরা গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না। উপজেলার বিপ্রবগদিয়া, চামটাইলপাড়া, হরিহরা, সাধুহাটি, রাগপাড়া, খুলুমবাড়ী, নলখোলা, বরিয়া গ্রামের বেশির ভাগ পুরুষই পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে।
ওই ইউপিতে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি। তবে গ্রেপ্তারের আতঙ্কে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
হরিহরা গ্রামের বাসিন্দা ফিরোজুর রহমান বলেন, ‘অনেক আশা ছিল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন করব, কিন্তু তা আর হলো না। পুলিশবাদী মামলা হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক কাজ করছে। ফলে বেশির ভাগ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।’
বরিয়া গ্রামের বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর। আমরা নিরপরাধ মানুষ। পুলিশের অজ্ঞাতনামা মামলার ভয়ে সে কাজে যেতে পারছে না। ফলে আমরা খেয়ে না-খেয়ে খুবই কষ্টে দিন পার করছি।’
হাকিমপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জিকু বলেন, ‘প্রতিদিনই পুলিশ কোনো না কোনো নিরপরাধ মানুষের বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে আমার ইউনিয়নের সাত-আটটি গ্রাম। এভাবে চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমি প্রশাসনের কাছে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মানুষের জানমাল রক্ষায় কাজ করতে এসেছি। যারা নিরপরাধ, তাদের হয়রানি করার প্রশ্নই আসে না। তবে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রোববার দুপুরে হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান জিকু, অপর মনোনয়নপ্রত্যাশী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্ছুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যসহ ২০ জন আহত হন। এরই জেরে শৈলকুপা থানায় মামলা হয়।
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের গ্রেপ্তারের আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। পুলিশবাদী মামলার ভয়ে রাত-দিন আতঙ্কে কাটছে ইউনিয়নটির ৮-১০টি গ্রামের সাধারণ মানুষের জীবন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনকে এজাহারভুক্ত আসামি ও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলার জেরে ইউনিয়নের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। দিনে কারও কারও দেখা মিললেও রাতে ওই সব গ্রামের পুরুষেরা গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না। উপজেলার বিপ্রবগদিয়া, চামটাইলপাড়া, হরিহরা, সাধুহাটি, রাগপাড়া, খুলুমবাড়ী, নলখোলা, বরিয়া গ্রামের বেশির ভাগ পুরুষই পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে।
ওই ইউপিতে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি। তবে গ্রেপ্তারের আতঙ্কে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
হরিহরা গ্রামের বাসিন্দা ফিরোজুর রহমান বলেন, ‘অনেক আশা ছিল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন করব, কিন্তু তা আর হলো না। পুলিশবাদী মামলা হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক কাজ করছে। ফলে বেশির ভাগ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।’
বরিয়া গ্রামের বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুর। আমরা নিরপরাধ মানুষ। পুলিশের অজ্ঞাতনামা মামলার ভয়ে সে কাজে যেতে পারছে না। ফলে আমরা খেয়ে না-খেয়ে খুবই কষ্টে দিন পার করছি।’
হাকিমপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জিকু বলেন, ‘প্রতিদিনই পুলিশ কোনো না কোনো নিরপরাধ মানুষের বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে আমার ইউনিয়নের সাত-আটটি গ্রাম। এভাবে চলতে থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমি প্রশাসনের কাছে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মানুষের জানমাল রক্ষায় কাজ করতে এসেছি। যারা নিরপরাধ, তাদের হয়রানি করার প্রশ্নই আসে না। তবে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রোববার দুপুরে হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান জিকু, অপর মনোনয়নপ্রত্যাশী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্ছুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যসহ ২০ জন আহত হন। এরই জেরে শৈলকুপা থানায় মামলা হয়।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে