মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’
যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
২ ঘণ্টা আগে