Ajker Patrika

‘হতাশা’ থেকে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৯: ১৩
‘হতাশা’ থেকে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরের মনিরামপুরে মৃত্যুঞ্জয় সেন (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে স্বজনেরা ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। স্বজনদের দাবি, দীর্ঘদিন অসুস্থ থাকায় লেখাপড়ায় পিছিয়ে পড়েন তিনি। সেই হতাশা থেকে ঘরে ফ্যানের সঙ্গে রশি জড়িয়ে আত্মহত্যা করেন মৃত্যুঞ্জয়।

মৃত্যুঞ্জয় সেন উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুণ্ডু বলেন, ‘মৃত্যুঞ্জয় প্রতিবন্ধী ছিল। হাত-পা বাঁকা ছিল। কথা বলতে মুখ বেকে যেত। কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে সে আমার কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। এরপর সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়। সে হিসাব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।’ 

তাপস কুণ্ডু বলেন, ‘এক বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিল।’ 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘হতাশা থেকে মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ