কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিহার সিকদার পশ্চিম মাছপাড়া গ্রামের গুরুদাস সিকদারের ছেলে।
স্থানীয়রা বলছেন, পশ্চিম মাছপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃণাল সরকার ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেন। ঘটনার দিন সকালে নিহার সিকদার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন। বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃণাল সরকার ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়।
নিহার সিকদারের ভাই নৃপেন সিকদার (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘মৃণাল সরকার তাঁর বাড়ি থেকে অবৈধভাবে বিলে বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ তৈরি করেছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ভাই নিহার সিকদার নিহত হয়েছেন। আমি মনে করি এটি একধরনের হত্যাকাণ্ড। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া নিহত নিহার সিকদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।’
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিহার সিকদার পশ্চিম মাছপাড়া গ্রামের গুরুদাস সিকদারের ছেলে।
স্থানীয়রা বলছেন, পশ্চিম মাছপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃণাল সরকার ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেন। ঘটনার দিন সকালে নিহার সিকদার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন। বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃণাল সরকার ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়।
নিহার সিকদারের ভাই নৃপেন সিকদার (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘মৃণাল সরকার তাঁর বাড়ি থেকে অবৈধভাবে বিলে বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ তৈরি করেছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ভাই নিহার সিকদার নিহত হয়েছেন। আমি মনে করি এটি একধরনের হত্যাকাণ্ড। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া নিহত নিহার সিকদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।’
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১৫ মিনিট আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
৩৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৩৮ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে