Ajker Patrika

গোপালগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৪: ৩১
গোপালগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

গোপালগঞ্জে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ সোমবার সকালে জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রথমে ঝটিকা মিছিল বের করে। সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতন, নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার সকালে জেলার মুকসুদপুর ও কাশিয়ানীতে ঝটিকা মিছিল করা হয়।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাঁরা বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এ সময় সাধারণ মানুষকে ৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব থেকে বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলা, রাজনৈতিক নেতা-কর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত