Ajker Patrika

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বারির বিজ্ঞানী নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের ধাক্কায় বারির বিজ্ঞানী নিহত

গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। বারির এ নিহত বিজ্ঞানীর নাম ড. আরিফুর রহমান (৪৫)। আজ সোমবার বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারির চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল রোববার গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

বিজ্ঞানী ড. আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন। 

বারির প্রটোকল অফিসার মো. আল আমিন বলেন, ‘ড. আরিফুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি গতকাল রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে প্রধান কার্যালয়ে আসেন। এখানে কাজ শেষে রাতে অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে সালনা এলাকায় একটি ছাপাখানায় যাচ্ছিলেন।’ 

বারির প্রটোকল অফিসার মো. আল আমিন আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে বারিতে আজ বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারি চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। 

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহীদুল্লাহ বলেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বারির বিজ্ঞানী ড. আরিফুর রহমান মোটরসাইকেল চালিয়ে গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমণি এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...