Ajker Patrika

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা আজ রোববার বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা আজ রোববার বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দিলেও তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুসুকার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করলেও পরে তাঁরা কাজে যোগ দেন। শ্রমিকেরা বেলা ২টা থেকে আবারও একই দাবিতে কর্মবিরতি শুরু করে। বিকেল ৫টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকেরা সবাই বাসায় চলে যান। তারপরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানা গেটে একটি নোটিশ দেয়।

শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকার স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করা, বকেয়া যা পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকেরা যে দাবি করেছিলেন, তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। আজ (রোববার) কারখানা খোলা রাখা হয়েছিল। তবু তাঁরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। যদি কোনো সংশোধন থাকে, তবু আমরা সেটা আলোচনা করে সমাধান করব বলে নোটিশে জানিয়ে দিয়েছি। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আজও শ্রমিকেরা গেট ও অন্যান্য জায়গায় তালা ঝুলিয়ে দিয়েছেন। আমাদের প্রবেশ করতে দিচ্ছেন না।

গাজীপুরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...