শাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনের
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকার বায়েজিদ (২৬) এবং টেপির বাড়ি এলাকার নুরে আলমের একমাত্র ছেলে মাহিম (১৬)।