Ajker Patrika

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নেসকোর গুদাম ঘরে অগ্নিকান্ড। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরে নেসকোর গুদাম ঘরে অগ্নিকান্ড। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-দুই) গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের মধ্যবালুবাড়ী এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টাব্যাপী চলা এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখেন তাঁরা। ধোঁয়ায় আকাশ ঢেকে গেলে গুদামঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাওয়ার হাউসের গুদামঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফরমারের তেল পুড়ে গাঢ় কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে গুদামঘরে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুনে পাওয়ার হাউসের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।

দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‘অফিসের পাশে আমাদের ট্রান্সফরমার মেরামতের কারখানা রয়েছে। মূলত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

ঝালকাঠিতে পদ স্থগিত নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতার সভা: দলে ক্ষোভ ও বিভক্তি বাড়ছে

এলাকার খবর
Loading...