Ajker Patrika

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড ও শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—কাভার্ডভ্যানের চালক সুমন মিয়া ও তাঁর সহযোগী (পরিচয় শনাক্ত করা যায়নি) এবং মোটরসাইকেল আরোহী খাদেমুল ইসলাম (৩০)। তিনি ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

অপরদিকে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন খাদেমুল ইসলাম। তিনি শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌঁছালে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদেমুল আহত হন। আহত অবস্থায় তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন বলেন, ‘সিলেট থেকে মোটরসাইকেলে করে খাদিমুল ঢাকার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। ঘাতক বাসটির চালক পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত