Ajker Patrika

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করলেও কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।  

সচিবালয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ ও সাজ্জাদ আলম খান তপুর সঙ্গে বৈঠক করে তাঁদের এই আশ্বাস দেন তথ্যমন্ত্রী। 

হাছান মাহমুদ বলেন, সরকার যে কারো হিসাব চাইতে পারে, কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাঁদের উদ্বেগের কারণ। আমি তাঁদেরকে বলেছি অহেতুক যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখব। 

এই হিসাব চাওয়ার প্রেক্ষিতে সরকারের সঙ্গে সাংবাদিকদের যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেদিকে নজর রাখার জন্য বলেছেন মন্ত্রী। কেউ যাতে সরকারের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি। 

ছয়টি সংগঠনের ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে তাঁদের চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে সাংবাদিক নেতাদের কে কোন রাজনৈতিক দলের অনুসারী তা চিঠিতে তুলে ধরা হয়। এভাবে চিঠি দেওয়ার সাংবাদিক নেতাদের সম্মানহানি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত