Ajker Patrika

সিলেটে বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সিলেটে বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সিলেটে অঞ্চলে বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য জরুরি ভিত্তিতে ৫ কোটি টাকার ওপরে অর্থ দিয়েছে। আর যুক্তরাষ্ট্রও জরুরি ভিত্তিতে ২ কোটি ৩০ লাখ টাকা সহযোগিতা করেছে। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাজ্যের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলে চলতি বন্যায় ৫ কোটি টাকার ওপরে এবং সম্প্রতি বন্যায় ত্রাণ হিসেবে এখন পর্যন্ত মোট ৭ কোটির ওপর টাকা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে। 

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, এ তহবিল আজকে বুধবার ছাড় করা হয়েছে। নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন এবং শিক্ষা কার্যক্রমে এ অর্থ ব্যবহার করা হবে। 
 
এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন উন্নয়ন সহযোগী ইউএসএআইডির মাধ্যমে ২ কোটি ৩০ লাখ টাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সহযোগিতায় দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উত্তরাঞ্চলের স্মরণকালের বৃষ্টি ও বন্যায় এ অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কিছু অঞ্চলে গত ১২০ বছরে এ ধরনের বন্য দেখা যায়নি। বাংলাদেশের মানুষ ও সরকারের এ ধরনের কঠিন মুহূর্তে সব সময়ে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। 

ইউএসএআইডি গত ৫০ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলারের ওপর সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানবিক সহায়তায় ১২ কোটি ডলার এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ তৈরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনে সহনশীলতা বাড়াতে শুধু গত বছর ২০২১ সালে বাংলাদেশে ২০ কোটি ডলার সহযোগিতা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত