Ajker Patrika

‘পোস্টার মিলনকে’ ডিএনসিসির নোটিশ, দ্রুত পোস্টার অপসারণের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৭
‘পোস্টার মিলনকে’ ডিএনসিসির নোটিশ, দ্রুত পোস্টার অপসারণের অনুরোধ

সারা বছর রাজধানীর অলিগলি, দেয়াল ও পিলার ছেয়ে থাকে রঙিন পোস্টারে। সবচেয়ে বেশি পোস্টার লাগিয়ে ‘পোস্টার মিলন’ নামে পরিচিতি পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে পোস্টার মিলনকে নোটিশ পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আ. ন. ম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে মিলনের উদ্দেশে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধভাবে যত্রতত্র পোস্টার লাগিয়ে যাচ্ছেন। এতে নগরীর সৌন্দর্য ব্যাহত হচ্ছে এবং নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এ ক্ষেত্রে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে অতিরিক্ত জনবল, অর্থ এবং সময় নষ্ট হচ্ছে। ইতিপূর্বে দেয়াললিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ প্রকাশ করা হয়েছে। এই আইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’ 

পোস্টার অপসারণের আহ্বান জানিয়ে নোটিশে আরও বলা হয়, ‘যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকুন এবং লাগানো পোস্টারসমূহ অবিলম্বে নিজ খরচে অপসারণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায়, সিটি করপোরেশন বর্ণিত পোস্টারসমূহ অপসারণ করলে সেই ব্যয়ভার আপনাকে বহন করতে হবে। এরপরও দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যত্রতত্র পোস্টারের কারণে শহর নষ্ট হয়ে যাচ্ছে। চার দিন আগে আমি একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। যারা পোস্টার লাগাবে, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী সপ্তাহে শহরের পোস্টার দেখতে আমি বের হব। যাঁরা পোস্টার লাগান, তাঁরা কি একবারও চিন্তা করেন, আমার পোস্টার লাগানোর কারণে শহর নোংরা হয়ে যাচ্ছে।’ এ সময় ডিএনসিসি মেয়র সবাইকে ডিজিটালি ক্যাম্পেইন করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত