Ajker Patrika

গাড়ির ধাক্কায় মাহিন্দ্র থেকে ছিটকে পড়া শিশু ট্রাকচাপায় নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
Thumbnail image

মাদারীপুরের রাজৈরে গাড়ির ধাক্কায় মাহিন্দ্র থেকে ছিটকে পড়া ১০ বছরের শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা (১০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার লিটন মাতুব্বরের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের কাছে টেকেরহাট-ঘটকচরগামী মাহিন্দ্রকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে মাহিন্দ্রের যাত্রী তানজিলা ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় তানজিলা পিষ্ট হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিলাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত