Ajker Patrika

তারেক-জোবাইদার মামলায় রুলের রায় ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ১৬: ১০
তারেক-জোবাইদার মামলায় রুলের রায় ২৬ জুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের দৃষ্টিতে পলাতক কি না এবং তাঁর পক্ষে আইনজীবী শুনানি করতে পারবেন কি না—এ বিষয়ে আগামী ২৬ জুন সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের বিষয়েও রায় দেবেন আদালত।

আজ রোববার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেছেন। আদালতে তারেক-জোবাইদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান দেশে থাকাবস্থায় আইনের মধ্যে থেকেই জামিন নিয়েছেন। জামিনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে গেছেন। জামিনে থাকলে কখনো পলাতক হয় না।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ বলে দিয়েছেন জোবাইদা রহমান পলাতক। কাজেই ওনার পক্ষে শুনানি করার কোনো সুযোগ নেই। কিন্তু তাঁরা বলছেন, তারেক রহমান পলাতক না। ২১-এর গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ তিনটি মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। এই তিন মামলায় তিনি পলাতক আছেন। এ অবস্থায় এই মামলায় তাঁর পক্ষে শুনানি করার কোনো সুযোগ নেই।
 
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমান ও তাঁর স্ত্রীর পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন। রুল জারির ১৫ বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত