Ajker Patrika

ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকা ছিনতাই: তিন আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকা ছিনতাই: তিন আসামি ৩ দিনের রিমান্ডে

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান রিমান্ড মঞ্জুর করেন। 

তিন আসামি হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। বিকেলে তাদের আদালতে হাজির করে সাভার থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন। 

গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। 

গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন।
 
রিমান্ড আবেদনে বলা হয়েছে, টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দলের অন্যদের গ্রেপ্তার করার জন্য তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত