জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ভিসিভবন থেকে অপসারণের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের তদন্ত দ্রুততম সময়ে শেষ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার বিকেলে জাবি সংসদ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি এবং সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের মাধ্যমে ফারজানা ইসলামের দুর্নীতিবাজ ও নিপীড়ক চরিত্র সারা দেশের সর্বস্তরের মানুষের সামনে অনেক আগেই স্পষ্ট হয়েছে। দায়িত্ব শেষ হওয়ার পরেও বাসভবন ছেড়ে না যাওয়া এবং নানাভাবে বিশ্ববিদ্যালয়জুড়ে আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা চালানো তাঁর চূড়ান্ত নির্লজ্জতার আরেকটি প্রমাণ।’
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফারজানা ইসলাম অবিলম্বে উপাচার্যের বাসভবন ত্যাগ না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে তাঁকে উপাচার্যের বাসভবন থেকে অপসারণ করা হবে।’
এতে নেতৃবৃন্দ বলেন, একজন সাবেক উপাচার্য এত শত অনিয়ম, দুর্নীতি করে শাস্তির মুখোমুখি না হলে, তা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করবে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মেয়াদ শেষ হওয়ার এক মাস পরেও উপাচার্যের বাসভবন দখল করে রাখা অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতিপরায়ণতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম প্রীতির প্রমাণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
এতে উল্লেখ করা হয়, অধ্যাপক ফারজানা ইসলাম সাবেক উপাচার্য হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে একজন উপাচার্যের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করছেন। উপাচার্যের বাসভবনটি দখল করে রেখে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৯ জন কর্মচারীকে খাটানো হচ্ছে। তাঁর পরিবার নিয়মবহির্ভূতভাবে এখনো বিশ্ববিদ্যালয়ের অন্তত ২টি গাড়ি ব্যবহার করে। তা ছাড়া সম্প্রতি হাজারখানেক ফাইল আটকে রেখে শিক্ষক ও কর্মকর্তাদের তাঁর আজ্ঞাবহ করে রাখার ঘৃণ্য প্রচেষ্টার কথাও সংবাদপত্রের মাধ্যমে পুরো দেশের মানুষ জেনেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালীন সময়েই ফারজানা ইসলামের দুর্নীতির খতিয়ান দেশবাসীর সামনে প্রকাশ করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে তাঁর এ ধরনের অন্যায়, দুর্নীতি ও জবরদস্তিমূলক কর্মকাণ্ড পুরো দেশে বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ভিসিভবন থেকে অপসারণের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের তদন্ত দ্রুততম সময়ে শেষ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার বিকেলে জাবি সংসদ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি এবং সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের মাধ্যমে ফারজানা ইসলামের দুর্নীতিবাজ ও নিপীড়ক চরিত্র সারা দেশের সর্বস্তরের মানুষের সামনে অনেক আগেই স্পষ্ট হয়েছে। দায়িত্ব শেষ হওয়ার পরেও বাসভবন ছেড়ে না যাওয়া এবং নানাভাবে বিশ্ববিদ্যালয়জুড়ে আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা চালানো তাঁর চূড়ান্ত নির্লজ্জতার আরেকটি প্রমাণ।’
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফারজানা ইসলাম অবিলম্বে উপাচার্যের বাসভবন ত্যাগ না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে তাঁকে উপাচার্যের বাসভবন থেকে অপসারণ করা হবে।’
এতে নেতৃবৃন্দ বলেন, একজন সাবেক উপাচার্য এত শত অনিয়ম, দুর্নীতি করে শাস্তির মুখোমুখি না হলে, তা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করবে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মেয়াদ শেষ হওয়ার এক মাস পরেও উপাচার্যের বাসভবন দখল করে রাখা অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতিপরায়ণতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম প্রীতির প্রমাণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
এতে উল্লেখ করা হয়, অধ্যাপক ফারজানা ইসলাম সাবেক উপাচার্য হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে একজন উপাচার্যের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করছেন। উপাচার্যের বাসভবনটি দখল করে রেখে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৯ জন কর্মচারীকে খাটানো হচ্ছে। তাঁর পরিবার নিয়মবহির্ভূতভাবে এখনো বিশ্ববিদ্যালয়ের অন্তত ২টি গাড়ি ব্যবহার করে। তা ছাড়া সম্প্রতি হাজারখানেক ফাইল আটকে রেখে শিক্ষক ও কর্মকর্তাদের তাঁর আজ্ঞাবহ করে রাখার ঘৃণ্য প্রচেষ্টার কথাও সংবাদপত্রের মাধ্যমে পুরো দেশের মানুষ জেনেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালীন সময়েই ফারজানা ইসলামের দুর্নীতির খতিয়ান দেশবাসীর সামনে প্রকাশ করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে তাঁর এ ধরনের অন্যায়, দুর্নীতি ও জবরদস্তিমূলক কর্মকাণ্ড পুরো দেশে বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
১০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে