Ajker Patrika

টিপু ও প্রীতি হত্যায় ‘শুটার’ মাসুম ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬: ১৪
Thumbnail image

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকালের দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আকাশকে হাজির করা হয় আদালতে। তদন্ত কর্মকর্তা আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে মাসুম ওরফে আকাশ সরাসরি জড়িত বলে সাক্ষ্যপ্রমাণে জানা গেছে। মাসুমই টিপুকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কী উদ্দেশ্যে ও কেন এবং কারা এর পেছনে জড়িত রয়েছে তা জানার জন্য ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া এই আসামির কাছে আরও অস্ত্র আছে কি না তাও উদ্ধার করা প্রয়োজন। 

এর আগে গত শনিবার রাতে মাসুম ওরফে আকাশকে আটক করে পুলিশ। 

রাজধানীর শাহজাহানপুর থানায় গত শুক্রবার সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। 

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তায় টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত