মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি। মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে এক যুবক স্টেশনে আসেন। স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে তাঁকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাঁকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাঁকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন।
আজ শনিবার সকালে স্টেশন মাস্টার শুনতে পান, স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, রাতে কথা বলা সেই কালেজছাত্রের মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে মির্জাপুর স্টেশন পার হয়েছে বলে স্টেশন মাস্টার জানান। তিনি বলেন, খবর দিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মির্জাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি। মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে এক যুবক স্টেশনে আসেন। স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে তাঁকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাঁকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাঁকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন।
আজ শনিবার সকালে স্টেশন মাস্টার শুনতে পান, স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, রাতে কথা বলা সেই কালেজছাত্রের মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে মির্জাপুর স্টেশন পার হয়েছে বলে স্টেশন মাস্টার জানান। তিনি বলেন, খবর দিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মির্জাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
১৬ মিনিট আগেমিরপুরে রাস্তা পার হওয়ার সময় গরুবোঝাই ট্রলির চাপায় আদিল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার করার পর আজ শনিবার তাঁদের নীলফামারী আদালতে তোলা হয়।
২৮ মিনিট আগেঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা
২৮ মিনিট আগে