Ajker Patrika

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬: ৪৩
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে 

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এ রায় দেন।

এর ফলে শ্রম আদালতে ওই মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

রায়ের পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘মামলায় অভিযোগ গঠনের আদেশ যে বৈধ, তা আজ প্রমাণিত হলো।’

তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি বলে মনে করি। এর বিরুদ্ধে আপিল করা হবে।’

চলতি বছরের ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে গত ২৩ জুলাই রুল জারি করা হয়। রুলের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৩ আগস্ট আপিল বিভাগ ১৫ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করে। অপর তিন আসামি হলেন-গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। মামলায় শ্রম আইনের ৪-এর ৭,৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত