Ajker Patrika

ভবন নির্মাণে ঘরে বসেই মিলবে রাজউকের সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাক
ভবন নির্মাণে ঘরে বসেই মিলবে রাজউকের সেবা

ভবন নির্মাণে মানুষের ভোগান্তি কমাতে প্রথাগত নিয়ম থেকে বেরিয়ে আসছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এখন থেকে ভবন নির্মাণে আবেদন প্রক্রিয়া থেকে শুরু নকশা পর্যালোচনাসহ সব সেবা ঘরে বসেই করার উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

এই নিয়ে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমের (ইসিপিএস) আওতায় আরবান রেজিলিয়েন প্রকল্প তৈরি করা হয়েছে। 

এ জন্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 
প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৫ সালের জুলাই থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 

রোববার (১৯ সেপ্টেম্বর) এই প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 

তিনি বলেন, স্বল্প সময়ে সব নির্মাণকাজের সুষ্ঠু সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি সংস্থার পরামর্শে এবং দক্ষ জনবল নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পদ্ধতি উন্নত করা হয়েছে। ফলে ঘরে বসেই ল্যান্ড ক্লিয়ারেন্স ও কনস্ট্রাকশন পারমিট পাওয়া সম্ভব হবে। 

শরীফ আহমেদ বলেন, আবেদনকারীকে সর্বশেষ অবস্থা জানার জন্য কারও কাছে যেতে হবে না। বিভিন্ন সার্ভিস ফি নিজের মতো করে সুবিধা অনুযায়ী দিতে পারবেন। এ ছাড়া অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ব্যাংকিং সিস্টেমসহ মোবাইল ব্যাংকিং সিস্টেমও এখানে সংযুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত