নিজস্ব প্রতিবেদক ঢাকা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নাশকতার আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর পল্টন থানায় দায়ের করা পাঁচটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
এই পাঁচ মামলার এক মামলায় আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, রমনা, শাহজাহানপুর, হাতিরঝিলসহ বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।
এরপর গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে গত ২১ নভেম্বর হাতিরঝিল থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ নভেম্বর আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
সংসদ নির্বাচনের পর আমিনুলকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা। আজ আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়।
আদালত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাশে পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।
শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নাশকতার আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর পল্টন থানায় দায়ের করা পাঁচটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
এই পাঁচ মামলার এক মামলায় আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, রমনা, শাহজাহানপুর, হাতিরঝিলসহ বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।
এরপর গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে গত ২১ নভেম্বর হাতিরঝিল থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ নভেম্বর আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
সংসদ নির্বাচনের পর আমিনুলকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা। আজ আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়।
আদালত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাশে পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।
শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১ সেকেন্ড আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
৫ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া
১১ মিনিট আগে