Ajker Patrika

বিয়ের কথাবার্তা চলছিল, বাজার থেকে ফিরে বাবা পেলেন মেয়ের ঝুলন্ত লাশ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৪ মে ২০২৩, ১৮: ৫৭
বিয়ের কথাবার্তা চলছিল, বাজার থেকে ফিরে বাবা পেলেন মেয়ের ঝুলন্ত লাশ

রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হোসনে আরা শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। সবুজবাগ রাজারবাগের বাসার ছয়তলায় ভাড়া থাকতেন।

হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাঁর বোন কিছু করতেন না। প্রায় সারা দিন বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনে আরা দ্বিতীয়। তাঁর বিয়ের ব্যাপারে কথা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মন খারাপ করে থাকতেন।

আজ সকালে বাবা আরেক ছোট বোনকে নিয়ে বাজারে যার। ফিরে এসে হোসনে আরার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানান, খবর পেয়ে সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরিবার সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, বিয়ের কথাবার্তা নিয়ে মন খারাপ ছিল তাঁর। এই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত