Ajker Patrika

মুন্সিগঞ্জে আন্দোলনে নিহত ৩ পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রশাসন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রশাসন। ৩ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। 

নিহত তিনজন হলেন—শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবর মোল্লার ছেলে সজল মোল্লার (৩০), একই এলাকার রিয়াজুল ফরাজীর (৩৮) ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল (১৯)। নিহত সজল মোল্লার বাবা ও ছোট ভাই সাইফুল ইসলাম, ফরাজীর স্ত্রী রুমা বেগম ও ডিপজলের মা রুমা খাতুন অনুদান নেওয়ার সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘নিহতের পরিবারগুলোকে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন থেকে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের যেসব সুযোগ-সুবিধা রয়েছে যেমন বয়স্কভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা বৃত্তিসহ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া পড়ালেখা বা চাকরি ক্ষেত্রেও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রীয়ভাবেও তাঁদের বিষয়ে ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা জেলা পর্যায় থেকেও সব ধরনের সহযোগিতা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত