Ajker Patrika

টঙ্গীতে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) অহিদ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

মৃত নারী চিকিৎসকের নাম জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। বন্যা স্বামীর সঙ্গে মাছিমপুর এলাকায় বাস করতেন। 
ঘটনার পর স্বামী সবুজ পলাতক রয়েছেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েক মাস যাবৎ পরিবারের নানা বিষয়ে স্বামী সবুজের সঙ্গে কলহ চলছিল তাঁর। আজ মঙ্গলবার সন্ধ্যায় আবারও স্বামীর সঙ্গে কলহে জড়ান বন্যা। এরই একপর্যায়ে বন্যা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বামী সবুজ বন্যার মরদেহ ঝুলতে দেখে তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জান্নাতুল ফেরদৌস বন্যার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশটঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত