Ajker Patrika

মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১: ২৯
ভূঞাপুরে মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক। ছবি: আজকের পত্রিকা
ভূঞাপুরে মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. রাকিব (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ বুধবার বিকেলে জামালপুর এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্ত গ্রামের তোয়াব আলী ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাকিবকে রেললাইনের পাশে বসে মাদক সেবন করতে দেখা যায়। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে।

রাকিবের পরিবার ও ঘনিষ্ঠদের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ জিআরপির কাছে হস্তান্তর করা হবে।’

ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, ‘জামালপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত