Ajker Patrika

ডেমরায় কন্টেইনারের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত বান্ধবী

ঢামেক প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বান্ধবী আহত হয়েছেন। আজ শুক্রবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ বাবু ব্যাপারী (২৬) শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ শিক্ষার্থী। তাঁর আহত বান্ধবী তনিমা (২২) একটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরা সুলতানা ব্রিজের ওপরে মালবাহী কন্টেইনারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী মাহমুদ বাবু ও তাঁর বান্ধবী তনিমা আহত হন। পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান মাহমুদ।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ডেমরা সুলতানা কামাল ব্রিজের ওপর দিয়ে মাহমুদ তাঁর বান্ধবী তনিমাকে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ও মালবাহী কন্টেইনারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে আহত হন। সেখান থেকে পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মাহমুদ বাবু মারা যান। আহত তনিমাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে স্বজনেরা।

এসআই সুজন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই কন্টেইনারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

মাহমুদের ভাই আরাফাত হোসেন শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী। মাহমুদ উত্তরা শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষে ছিল। পাশাপাশি সে একটি কোম্পানির কল সেন্টারে চাকরি করতো। ঢাকায় মিরপুর ১ নম্বর সেকশনে থাকত মাহমুদ।’

তিনি আরও বলেন, ‘মাহমুদের মোটরসাইকেলে থাকা তনিমা নামের মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ের বিষয়ে কথা-বার্তা চলছিল। তবে তাঁরা আজ কোথায় যাচ্ছিল তা আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত