সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম রেখা রাণী রায় (৬৫)। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মৃত গৌরাঙ্গ রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রেখা রাণী রায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে আজ সকাল ৮টার দিকে রেখা রাণীর ছেলে প্রদিপ রায় উত্তর চাইনপাড়া গ্রামের বাসিন্দা আবুল তালুকদার ফসলি জমির পাশের ডোবা মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পানিতে ভাসতে দেখে। পরে প্রদিপ রায় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
রেখা রাণীর বড় ছেলে মিন্টু রায় বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে আমার মা নিখোঁজ হয়। রাতে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। সকালে শুনতে পাই মায়ের মরদেহ ডোবায় ভাসতেছে।’
নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার বোনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির একটি ছোট ছেলে (৮) ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফেরেনি। রাতেই তার ছেলে-মেয়েরা খোঁজাখুঁজি করে। সকালেও তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখা যায়। খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম রেখা রাণী রায় (৬৫)। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মৃত গৌরাঙ্গ রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রেখা রাণী রায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে আজ সকাল ৮টার দিকে রেখা রাণীর ছেলে প্রদিপ রায় উত্তর চাইনপাড়া গ্রামের বাসিন্দা আবুল তালুকদার ফসলি জমির পাশের ডোবা মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পানিতে ভাসতে দেখে। পরে প্রদিপ রায় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
রেখা রাণীর বড় ছেলে মিন্টু রায় বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে আমার মা নিখোঁজ হয়। রাতে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। সকালে শুনতে পাই মায়ের মরদেহ ডোবায় ভাসতেছে।’
নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার বোনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির একটি ছোট ছেলে (৮) ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফেরেনি। রাতেই তার ছেলে-মেয়েরা খোঁজাখুঁজি করে। সকালেও তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখা যায়। খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে