Ajker Patrika

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮: ৫৭
রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন

রাজধানীর গুলশান-১ নম্বর গোল চত্বরে এডব্লিউআর টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ১৮তলা ভবনের নবম তলায় একটি এসির আউটডোরে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এসির আউটডোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের ভেতরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য আমরা কাজ করছি। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত