Ajker Patrika

ঘরের ভেতর মোশতাকের বংশধর: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৩: ১৬
ঘরের ভেতর মোশতাকের বংশধর: শামীম ওসমান

সরকার উৎখাতের ষড়যন্ত্রের চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। সেই সঙ্গে তিনি গৃহশত্রুর ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

আজ শনিবার সন্ধ্যায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শামীম ওসমান। 

শামীম ওসমান বলেন, ‘আমরা যেমন এগিয়ে যাচ্ছি এটা যেমন সত্য, তেমনি ষড়যন্ত্রকারীরা আমাদের সঙ্গে এগিয়ে যাচ্ছে এটাও সত্য। চার দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বিএনপি-জামায়াত। জড়িত রয়েছে কামাল হোসেন, মান্না সাহেব, কমিউনিস্ট পার্টি, বাসদসহ অনেকে।’ 

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমি বলতে চাই, এরা আমাদের জন্য কঠিন বিষয় না। আওয়ামী লীগ যদি এক থাকে তাহলে সব শক্তিকে মোকাবিলা করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, ঘরের ভিতর খন্দকার মোশতাকের (খন্দকার মোশতাক আহমেদ) বংশধর। এই মোশতাকেরা কত সক্রিয় তা অনেক কিছু দেখলে বোঝা যায়। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ২৬ বছর ধরে সেক্রেটারি খোকন সাহা যখন মামলায় ওয়ারেন্ট প্রাপ্ত হয়, তখন বুঝি মোস্তাকেরা যে কোনো ভাবে এখনো সক্রিয় আছে। তারা সামনেও সক্রিয় থাকবে।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলছেন ঈদের পরে দেখাবেন আন্দোলন কত প্রকার কী কী। আমরা এটার জন্য অপেক্ষা করছি। আমরা ছোটবেলার খেলোয়াড়। আপনারা কবে খেলতে নামবেন বইলেন। আমরা তো বলেছি, খেলা হবে। আমরা খেলব ইনশাআল্লাহ।’ 

শামীম ওসমান বলেন, ‘আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা আহ্বান। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমাদের প্রস্তুতির সময় এসেছে। সামনে আঘাত আসবে। এই আঘাত সরকার ভাঙার আঘাত হবে না। এই আঘাত হবে বাংলাদেশকে ধ্বংস করার আঘাত। নারায়ণগঞ্জ কিন্তু তার ক্ষেত্র। নারায়ণগঞ্জ চারদিক থেকে ঘেরাও করা আছে।’

শামীম ওসমান সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত