শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি টিভি-ফ্রিজের শোরুমে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলযোগে কয়েকজন এসে গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
গুলির ঘটনায় শোরুমের গ্লাস ফেটে রুমের ভেতর গুলি ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্লাস ভেঙে ছিটকে গিয়ে দুজন আহত হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নে সলিংমোড় বাজারের মীম ইলেকট্রনিকস নামে একটি ফ্রিজের শোরুমে ওই ঘটনা ঘটে। এর পাশেই রয়েছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প।
আহতরা হলেন সাজিদুল ইসলাম সুরুজ (৩৮) ও নূরুল ইসলাম (৫৫)। তাঁরা দুজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।
মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা চারজন নির্বাচন পরিচালনা অফিসের পাশে টিভি-ফ্রিজের শোরুমে বসে নির্বাচন বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে একটি গুলি ফুটিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে শোরুমের গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোসা ও একটি বুলেট।’
মীম ইলেকট্রনিকস শোরুমের মালিক শফিকুল ইসলাম দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার শোরুমের গ্লাস ভেঙে বুলেট ভেতরে প্রবেশ করেছে। একটি গুলির খোসা পড়ে ছিল।’
স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ইতিপূর্বেই একটি পক্ষ আমার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি দ্রুত সময়ের মধ্যে অবৈধ অস্ত্র, অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।’
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি টিভি-ফ্রিজের শোরুমে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলযোগে কয়েকজন এসে গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
গুলির ঘটনায় শোরুমের গ্লাস ফেটে রুমের ভেতর গুলি ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্লাস ভেঙে ছিটকে গিয়ে দুজন আহত হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নে সলিংমোড় বাজারের মীম ইলেকট্রনিকস নামে একটি ফ্রিজের শোরুমে ওই ঘটনা ঘটে। এর পাশেই রয়েছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প।
আহতরা হলেন সাজিদুল ইসলাম সুরুজ (৩৮) ও নূরুল ইসলাম (৫৫)। তাঁরা দুজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।
মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা চারজন নির্বাচন পরিচালনা অফিসের পাশে টিভি-ফ্রিজের শোরুমে বসে নির্বাচন বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে একটি গুলি ফুটিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে শোরুমের গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোসা ও একটি বুলেট।’
মীম ইলেকট্রনিকস শোরুমের মালিক শফিকুল ইসলাম দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার শোরুমের গ্লাস ভেঙে বুলেট ভেতরে প্রবেশ করেছে। একটি গুলির খোসা পড়ে ছিল।’
স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ইতিপূর্বেই একটি পক্ষ আমার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি দ্রুত সময়ের মধ্যে অবৈধ অস্ত্র, অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।’
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া
৭ মিনিট আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
১২ মিনিট আগেমৌলভীবাজারে এম শাহজাহান আহমদ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
২১ মিনিট আগেনারীর পোশাক নয়, ধর্ষণের অন্যতম কারণ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি—এমনটাই মত প্রকাশ করেছেন বিভিন্ন নারী অধিকার কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তারা সমাজে নারী-পুরুষের সমতা, সামাজিক
২৮ মিনিট আগে