Ajker Patrika

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৬: ২২
Thumbnail image
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ফাইল ছবি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

দুপুরের আগেই আরিফ হাসানকে বিমানবন্দর থানা-পুলিশ মো. সজিব নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ ৩ দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেল তিনটার দিকে শুনানি হয়। আরিফ হাসানের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। শুনানিতে তিনি আদালতকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরিফ হাসানের কোনো ভূমিকা ছিল না। তিনি আন্দোলনের বিরোধিতা করেননি। যে মামলা দায়ের করা হয়েছে এই মামলার ঘটনার সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না। মিথ্যা ভাবে তার নাম এই মামলার এজাহারে দেওয়া হয়েছে। হয়রানি করার জন্য পুলিশ আরিফ হাসানের নাম এজাহারে অন্তর্ভুক্ত করেছে।

রাষ্ট্রপক্ষে পুলিশের আদালত পরিদর্শক মো. আসাদ রিমান্ডে নেওয়ার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাতে বিদেশে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে দিবাগত রাত ১২টা ৫ মিনিটের সময় বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন মো. সজিবের বাবা মো. সুমন।

মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাদীর ছেলে উত্তরার মাইলস্টোন কলেজের দশম শ্রেণির ছাত্র মো. সজিব বাসা থেকে বের হন। বিকেল ৫ টায় তিনি খবর পান, উত্তরা ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে সজীব গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে থাকা তার বন্ধুরা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যান। সজীব পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আন্দোলন কমানোর উদ্দেশ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সম্মিলিতভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর গুলি ছোড়ে। ওই গুলিতেই তার ছেলে গুরুতর আহত হন। গুরুতর আহত ছেলের চিকিৎসা চলতে থাকায় মামলা দায়রে এত দিন বিলম্ব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত